শেয়ার করুন বন্ধুর সাথে

অন্ধ অর্থ

অন্ধ [ andha ] বি. ১. চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; ২. গাঢ অন্ধকারময় (‘অন্ধতামস’: রবীন্দ্র); ৩. অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)।[সং. অন্ধ + অ]।বি. অন্ধতা, অন্ধত্ব।[অন্‌ধো] (বিশেষণ) ১ চক্ষুহীন; দৃষ্টিহীন; কানা। ২ সূচিভেদ্য; গাঢ় (অন্ধ তামস-রবীন্দ্রনাথ ঠাকুর )। ৩ মূর্খ; অজ্ঞান। অন্ধকূপ (বিশেষ্য) অপরিসর অন্ধকারময় কক্ষ; তায়খানা। অন্ধতম (বিশেষণ) গাঢ় অন্ধকারবিশিষ্ট। অন্ধতমস (বিশেষ্য) গাঢ় অন্ধকার। অন্ধতা, অন্ধত্ব (বিশেষ্য) দৃষ্টিহীনতা; চক্ষুহীনতা। অন্ধতমিস্র (বিশেষ্য) নিবিড় অন্ধকার। অন্ধবিশ্বাস (বিশেষ্য ) যুক্তিহীন গভীর আস্থা (অন্ধ বিশ্বাস এদেশে শিকড় গাড়িয়া বসিয়াছিল-মোহাম্মদ ওয়াজেদ আলী)। অন্ধহওয়া ক্রিয়া ১ দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হওয়া। ২ (আল.) কোনো বিষয়ে বা কারো গুণ বা দোষ না দেখা। ৩(আল.) হিতাহিত জ্ঞানশূন্য হওয়া। অন্ধের নড়ি, অন্ধের যষ্টি (বিশেষ্য) (আল.) অসহায়ের সহায়; অক্ষমের অবলম্বন। {(তৎসম বা সংস্কৃত)√অন্ধ্+অ(অন্)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ