শেয়ার করুন বন্ধুর সাথে

অন্ত্য অর্থ

অন্ত্য [ antya ] বিণ. ১. অন্তিম, শেষ (অন্ত্য বর্ণ, অন্যেষ্টি); চরম; ২. অবশিষ্ট; ৩. শূদ্রবংশজাত।[সং. অন্ত + য]।[অন্‌তো, ওন্‌তো] (বিশেষণ) ১ চরম; অন্তিম; শেষ। ২ অন্তস্থ; শেষস্থ। □ (বিশেষ্য) শূদ্র। অন্ত্যজ (বিশেষণ) ১ নীচ বংশজাত; শূদ্রকুলজাত; অস্পৃশ্য। ২ পরিত্যক্ত (তেতালার ছোট ঘরে, যেটা সিঁড়ি ভাঙবার ভয়ে পরিবারে অন্ত্যজ-বুদ্ধদেব বসু)। □ (বিশেষ্য) নীচ জাতি। অন্ত্যদেশ (বিশেষ্য) শেষ প্রান্ত (বাঙলা শব্দের অন্ত্যদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়-সৈয়দ মুজতবা আলী)। অন্ত্যবর্ণ (বিশেষ্য) ১ শেষ হরফ বা অক্ষর। ২ চতুর্থ বর্ণ; শূদ্র। {( তৎসম বা সংস্কৃত)অন্ত+য(যৎ)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ