শেয়ার করুন বন্ধুর সাথে

অন্তেবাসী অর্থ

অন্তেবাসী [ antē-bāsī ] (-সিন্) বি. ১. গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; ২. গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল।বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন।[সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]।(-সিন্)[অন্‌তোবাশি] (বিশেষ্য) ১ গুরুগৃহে অস্থানকারী ছাত্র বা শিষ্য। ২ প্রতিবেশী; পড়শি (যত অন্তেবাসী থাকে, জিজ্ঞাসিলু একে একে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ (হিশা) গ্রাম প্রান্তবাসী চণ্ডাল। □ (বিশেষণ) নিকটস্থ; সমীপরর্তী। {(তৎসম বা সংস্কৃত)অন্তে+√বস্+ ইন্(ণিনি)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ