শেয়ার করুন বন্ধুর সাথে

অধঃ অর্থ

অধঃ [ adhḥ ] (-ধস্) অব্য. ১. নীচে, নিম্নে; ২. পাতালে।[সং. অধর+অস্, র লুপ্ত]।[স্বতন্ত্র পদ হিসেবে অধহ্, কিন্তু সন্ধিস্থলে পরপদের প্রথম বর্ণের দ্বিত উচ্চারণ, যেমনঃ অধঃপাত=অধোপ্‌পাত, অধো] অব্যয় নিম্নে (নীচে পৃথিবী রেখেছ সপ্ত পাতালের অধঃ –ঘনরাম চক্রবর্তী)। অধঃকৃত (বিশেষণ) ১ দমিত; পরাভূত (তবু দুঃসহ সঙ্কোচকেও অধঃকৃত করিয়া -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিপাতিত; নিম্নীকৃত। অধঃপতন, অধঃপাত (বিশেষ্য) অধোগতি; নৈতিক অবনতি; উচ্ছন্নপ্রাপ্তি। অধঃপতিত (বিশেষণ)। অধঃপাতে যাওয়া ক্রি উৎসন্নে যাওয়া; খারাপ হওয়া; গোল্লায় যাওয়া। অধঃপেতে, অধঃপাতিয়া (বিশেষণ) উন্মার্গগামী ; উৎসন্ন; নষ্ট। অধঃশিরা, অধঃশির (বিশেষণ) মাথা নিম্নদিকে এমন; নিম্নশির (এই তপস্বী অধঃশিরা ও বৃক্ষে লম্বমান হইয়া ধুমপান করিতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অধঃস্থ, অধঃস্থিত (বিশেষণ) ১ নিম্নে আছে এমন; নিম্নস্থিত। ২ অধীন; নিম্নপদস্থ। { (তৎসম বা সংস্কৃত)অধস্‌}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ