শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বনফুল পুরস্কার পেয়েছেন ডিলিট উপাধি, রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

অবিবাহিতা বা বিবাহিতা মেয়েদের মাসিক দেরিতে হওয়ার উপায় বা মাসিক পিছিয়ে নেওয়ার উপায় হলো পিল সেবন করা।অর্থাৎ আপনার মাসিক কোন কারন বসত কয়েকদিন পিছিয় নিতে চাইলে আপনাকে পিল খেতে হবে যা নরমেন্স বা স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ এর যেকোন পিল গুলো, আপনি যেদিন থেকে মাসিক পিছিয়ে নিতে চাইবেন তার ২/৩ দিন আগ থেকেই ফেমিকম/মিনিকন পিল নিয়মিত প্রতিদিন ১ টা করে খাবেন খাবার পর। 

এবং যত দিন মাসিক বন্ধ রাখতে চাইবেন তত দিন খাবেন (তবে এ সময় মিলনে কনডম নিতে হবে)এর পর যেদিন মাসিক হবেন তার ২/১ দিন আগ থেকেই পিল খাওয়া বন্ধ করবেন।এর পর আসা করি মাসিক হয়ে যাবে, প্রয়োজনে আয়রনের ট্যাব খেতে পারেন।আপনি এভাবেই মাসিক পিছিয়ে নিতে পারবেন।ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ