Off topic, আসসালামু আলাইক, আমি ২০২০ সালে SSC শেষ করে চট্রগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলোজিতে ভর্তি। বর্তমানে আমি ১ম বর্ষে ২য় পর্বে অধ্যয়নরত আছি(করোনার কারনে ১বছর লস হয়েছে)। এই সেক্টরে আসার আগে এই বিষয়ে ধারনা ছিল না। কিন্তু দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে এই বিষয়ের সাথে বাস্তবতা বুঝতে পারছি। এই টেকনোলোজি বড় ভাইদের কথা বলে+বিভিন্ন জব সার্কুলার দেখে যা জানতে পারলাম যে এই টেকনোলোজির সরকারি+বেসরকারি চাকুরী সুবিধা ও চাহিদা খুবই কম।সাথে সাথে ৪ বছরে এই টেকনোলোজি যা শেখা যায় তথা যা শেখানো হয় তা কোনো ভালো ট্রেনিং ইন্সটিটিউটে ৬ মাসে এর থেকে ভালো জ্ঞান অর্জন করা যায়।যদিও নিজের চেস্টার মাধ্যমে ব্যক্তিগত স্কিল development করার মাধ্যমে ভালো ফ্রিল্যান্সার হওয়া যায় কিন্তু তা নিশ্চয়তা কম বলে মনে করি(আমার ক্ষুদ্র জ্ঞানের মনে হয়) এখন বড় ভাইদের কাছে জানার বিষয় হচ্ছে: ১) আমার চিন্তাভাবনা কি ঠিক? ২)যদি ঠিক হয়ে থাকে তাহলে কি আমার এটা ছেড়ে অন্য বিষয়ে (কলেজ+Bsc,IHT) করা ভালো হবে? ৩)যদি ঠিক না হয়ে থাকে তাহলে কিভাবে আমি পড়াশোনা করলে এই বিষয়ে ভালো করতে পারবো? ৪)এই সেক্টরে সম্ভাবনা কেমন? ডিপ্লোমা পর এই সার্টিফিকেট+স্কিল দ্বারা কি ধরনের জব পাওয়া যেতে পারে? দয়া করে কেউ বিষয়টি খারাপভাবে নিবেন না। ছোট ভাই হিসেবে কিছু দিক নির্দেশনা দিলে খুব উপকৃত হব।


শেয়ার করুন বন্ধুর সাথে