Mahir

Call

সাধারনত কার্পেটসহ ঘর পরিষ্কার করার ক্ষেত্রে অনেকগুলি ভুল ধারনা মানুষের মধ্যে রয়েছে। সাধারনত, কোন ময়লা বা জীবানু পরিষ্কার করার সময় শ্যাম্পু ব্যাবহার করা হয়। আর যেহেতু কয়েক মাস ব্যাবহার করার পর কার্পেটে ময়লা আবর্জনা জমে যায়, তাই শ্যাম্পু দিয়েই পরিষ্কার করতে হবে। কিন্তু কার্পেট ধোয়ার জন্য আলাদা শ্যাম্পু রেয়েছে। যেগুলা আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন। 

এটা আমার একান্তই নিজস্ব মতামত। আপনি আরো ডিটেইলে জানতে চাইলে গুগলে ❝Does shampooing carpet ruin them?❞ এটা লিখে সার্চ করতে পারেন। অনেকগুলি রেফারেন্স পেয়ে যাবেন।

ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ