রক্ত বন্ধ করার ওষুধ আছে যা খেলে রক্ত বন্ধ হবে৷ তবে আবার আলট্রাসনোগ্রাফি করে দেখতে হবে৷ কেননা ভিতরে ময়লা থাকলে ওষুধে কাজ হবে না৷  এমতাবস্থায় আপনার করণীয় হলো আলট্রাসনোগ্রাফি করে দেখা৷ আর রিপোর্টে যদি ভিতরে ময়লা থাকে তাহলে কোন ক্লিনিকে ভর্তি হয়ে জরায়ু ওয়াশ করে নেওয়া৷ জরায়ু ওয়াশ না করা পর্যন্ত সমস্যার সমাধান হবে না৷  তবে আলট্রাসনো রিপোর্ট অবশ্যই অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন৷ তিনি রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিবেন কোনটা করলে ভালো হবে?  

Talk Doctor Online in Bissoy App