পেটে ব্যথা থাকলে আর রক্তপাত বন্ধ না হলে অনেক সময় খারাপ কিছু নির্দেশ করে৷ তবে আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে কি না সেটা বলা সম্ভব নয়৷  কেননা গর্ভপাত সফল না হলে বা গর্ভের কিছু অংশ ভিতরে থেকেই গেলে রক্তপাত বন্ধ হতে চায় না, পেটে ব্যথা থাকে৷ আপনারও এমন লক্ষণ আছে৷ তাই আলট্রাসনোগ্রাফি করে দেখুন৷ যদি প্রেগন্যানসি পুরো ক্লিয়ার হয়ে যায় তাহলে  Xamic ক্যাপসুল খেতে পারবেন৷ কিন্তু ক্লিয়ার না হলে Xamic সেবনে কাজ হবে না৷ আশা করি বুঝতে পেরেছেন৷  

Talk Doctor Online in Bissoy App