দেশের কথা ভাবলেই অতল গহবর ছাড়া কিছুই মনে আসেনা। আসলেই আমরা কোথায় যাচ্ছি? যাদের অনেক কিছুই করার ছিল তারা কি কিছুই করতে পারছে না ? না তারা ভোগ দখলে ব্যাতিব্যাস্ত? কত সহজেই নষ্ট হওয়া যায় ? শিক্ষা মানুষের মনুষত্ব বিকাশের মূল মাপকাঠী । এখন কথা হচ্ছে যা শিকছি তার কিশ্চিত পরিমান কি আমরা কাজে লাগাচ্ছি? অথবা কথাটা এমন ভাবে বল্লে কেমন হয় ভবিষ্যতের কর্ণধারদের আমরা কি শিখাচ্ছি? যারা আমার মতো বুড়ো না হলেও কাছাকাছি বয়সের আছেন তারা বাল্য শিক্ষা  নামক বই পড়ে থাকবেন! আবার মক্তব নামক একটা শিক্ষা কেন্দ্র ছিল সেখানে পড়ে থাকবেন এগুলো প্রি প্রাইমারি অথবা প্রাইমারি শিক্ষায় অনেক ভূমিকাপালন করতো ! কিভাবে সেটাও বলছি , তখন  সেখানে”নৈতিক শিক্ষা” শিক্ষা দেওয়া হত। যেমন মিথ্যা বলিবে না, খারাপ কাজ করিবে না ব্লা ব্লাব্লা ব্লা। আর এখন ইংলিশ বাংলিশ হিন্দিশ শিক্ষা আছে আমার  মনে হয় শুধু নৈতিক শিক্ষা নেই। চারিদিকে কেমন চাপা অস্থিরতা! মানুষের মুখের হাসি যেন হারিয়েযাচ্ছে! সব নষ্টদের দখলে চলে গেলো কি? ভাল মানুষগুলো কেন মুখ লুকিয়ে চলছে? নিজে বাচঁলে বাপের নাম ! কেন হচ্ছে এসব ? 


শেয়ার করুন বন্ধুর সাথে