গর্ভপাত হওয়ার পর গর্ভের কিছু অংশ ভিতরে যদি থেকেই যায় তাহলে এমন সমস্যা দেখা দেয়, সহজে রক্ত বন্ধ করা যায় না৷ ভালোই হয়েছে আপনি আলট্রাসনোগ্রাফি করে বিষয়টি জানতে পেরেছেন৷  এখন এমএমকিট সেবন করে ৫ - ৭ দিন পর আবার আলট্রাসনোগ্রাফি করে দেখবেন সব কিছু বের হয়েছে কিনা ? যদি ক্লিয়ার না হয় তাহলে ক্লিনিকে ভর্তি হয়ে কোন গাইনি সার্জনের কাছে ডিঅ্যান্ডসি করিয়ে নিবেন৷ ডিঅ্যান্ডসি করালে ভিতর থেকে সব কিছু বের করে ফেলবে৷  তারপর সুস্থ হবেন আশা করা যায়৷ আর সুস্থ হলে ঘুম ঠিক হয়ে যাবে৷ এটা টেনশন এবং হরমোন জনিত সমস্যার কারণে হচ্ছে৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ