Call

কখনোই না। দুটির উদ্দেশ্য,নিয়ম সবই পুরোপুরি আলাদা। জাভা হল একটি জটিল ল্যাংগুয়েজ যা কোনো ওয়েবপ্রোগ্রাম নয়। এর মাধ্যমে আপনি আপনার মোবাইল বা ডেস্কটপের জন্য প্রোগ্রাম বা যেকোনো গেম তৈরি করতে পারেন। অন্যদিকে জাভাস্ক্রীপ্ট হল একটি সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। তাছাড়া এদের ব্যবহার, লেখার নিয়মও আলাদা। undefined কিছু কিছু ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ও জাভা এক হলেও মৌলিক দিক থেকে দুটি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। জাভা হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা Sun Microsystems নামক কোম্পানি ডেভলপ করেছে। অন্যদিকে জাভাস্ক্রিপ্ট উদ্ভাবন করেছে নেটস্কেপ কমুনিকেশন কর্পোরেশনের প্রোগ্রামার Brendan Eich। জাভা স্ট্যটিক টাইপের ল্যাঙ্গুয়েজ কিন্তু জাভাস্ক্রিপ্ট ডায়নামিক টাইপের ল্যাঙ্গুয়েজ। জাভাকে কম্পাইল করতে হয় এবং এটা যে কোন প্লাটফরমে রান করা যেতে পারে, অন্যদিকে জাভাস্ক্রিপ্ট HTML কোডের মাঝে রাখা হয় এবং সরাসরি ব্রাউজার এটাকে ইন্টারপ্রেট করে। সিনট্যাক্স, reserved-words- জাভা ও জাভাস্ক্রিপ্টে আলাদা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 ঐতিহাসিক থমাস সুলতান মুহাম্মদ বিন তুঘলক কে প্রিন্স অফ মানি বলেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ