হয়ত প্রথমবার স্বাভাবিক সেক্স হয়েছে তাই রক্তপাত হয়নি৷ কিন্তু ২য় বার সেক্স করাটা স্বাভাবিক হয়নি৷ যেমন:  * হয়তো ২য় বার নারী সঙ্গী যথেষ্ট উত্তেজিত ছিল না বা তার আগ্রহ ছিল না বলে যোনিপথে পিচ্ছিল পদার্থ নিঃসরণ হয়নি৷ যার কারনে জোড় পূর্বক সেক্স করার জন্য যোনিতে আঘাত লেগেছে এবং রক্তপাত হয়েছে ৷  * পথমবার হয়তো হাইমেন পর্দা ভালো মত ছিড়েনি৷ কিন্তু ২য় বার অধিক চাপের ফলে পর্দাটি বেশি করে ছিড়ে যায় এবং সেখান থেকেই রক্তপাত হতে থাকে৷ এছাড়া জরায়ুমুখে কোন ক্ষত থাকলে বা টিউমার থাকলে সেটাতে আঘাতের কারনেও রক্তপাত হতে পারে৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ