জিংক অবস্থান্তর মৌল না হলেও স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল। পর্যায় সারণির গ্রুপ-3 থেকে গ্রুপ-11 পর্যন্ত অবস্থান্তর মৌল। স্ক্যান্ডিয়ামের অবস্থান গ্রুপ-3 এ আর জিংকের গ্রুপ-12 তে। এছাড়াও, অবস্থান্তর মৌলের d উপস্তর আংশিক পূর্ণ থাকে। Sc এবং Zn এর ইলেক্ট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে Sc এর d উপস্তর আংশিক পূর্ণ এবং Zn এর d উপস্তর পূর্ণ রয়েছে। Sc এবং Zn এর ইলেক্ট্রন বিন্যাসের শেষের দিকে লক্ষ্য করুন:- Sc---> 3p6 4s2 3d1 Zn---> 3p6 4s2 3d10 এখানে Sc এর d উপস্তর ইলেক্ট্রন দ্বারা পূর্ণ নয় কিন্তু Zn এর d উপস্তর পূর্ণ। তাই Sc অবস্থান্তর Zn অবস্থান্তর নয়।

Talk Doctor Online in Bissoy App