শেয়ার করুন বন্ধুর সাথে

চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। পক্ষান্তরে মাছ কর্ডাটা পর্বের অস্টিকথিস শ্রেণীভুক্ত। মাছের দেহ সাইক্লোয়েড, গানেয়েড বা টিনয়েড ধরনের আঁইস দ্বারা আবৃত থাকে, যা চিংড়িতে অনুপস্থিত। আবার মাছের মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে, যা কানকু দিয়ে ঢাকা থাকে । চিংড়ির দেহে এ ধরনের কোন ফুলকা নেই। অর্থাৎ মাছের বৈশিষ্ট্য থেকে ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণেই চিংড়ি মাছ নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ