না, আলট্রাসনোগ্রাফি করে দেখে যদি বুঝতে পারেন যে পেটে বাচ্চা আছে বা কিছু অংশ আছে সেটা রাখা যাবে না৷ জরায়ু পুরোপুরি ওয়াশ করে নিতে হবে ক্লিনিকে ভর্তি হয়ে৷  কেননা গর্ভের কিছু অংশ যদি থেকে থাকে সেটা পচে গিয়ে পেট ব্যাথা আরও বাড়বে৷  আর পুরো বাচ্চা থাকলে সে বাচ্চা প্রতিবন্ধী হবার সম্ভাবনা বেশি৷ তাই আলট্রাসনোগ্রাফি করা জরুরী৷ এবং তারপর গাইনি চিকিৎসকের পরামর্শ নিন৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ