শেয়ার করুন বন্ধুর সাথে

অপেক্ষা করুন কেননা অনেকের দেরিতে রক্তপাত শুরু হয়ে থাকে৷ তিনদিন পার হয়ে গেলেও যদি রক্তপাতের কোন লক্ষণ না পান তাহলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন৷  এমএমকিট নেওয়ার আগে আলট্রাসনোগ্রাফি করে দেখা দরকার ছিল৷ কারন ভ্রুন যদি জরায়ুর বাইরেই থাকে তাহলে এমএমকিট কোন কাজেই আসবে না৷ তাই এমএমকিট খেয়ে রক্তপাতও  শুরু হবে না৷  এজন্য কোন গাইনি চিকিৎসকের পরামর্শ নিন৷ তিনি আলট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে সিদ্ধান্ত দিবেন- আসলে এমএমকিট আবার খেতে হবে নাকি ডিঅ্যান্ডসি করাতে হবে৷ তাই দেরি না করে গাইনি চিকিৎসকের চিকিৎসা নিন৷ ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ