শেয়ার করুন বন্ধুর সাথে

কাঁচা ঘাস সংরক্ষণ করবেন যেভাবে- প্রথমেই শুকনা ও উচু জায়গা নির্ধারণ করতে হবে। নির্ধারিত স্থানে ৭.৬ সেমি গভীর এবং ৭.৬ সেমি প্রস্থ এবং ২৫ সেমি দৈঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে। কাঁচা ঘাস শতকরা ৩ থেকে ৪ ভাগ চিটাগুড় মেপে একটি চাড়িতে নিতে হবে। এরপর চিটাগুড়ের সাথে সম পরিমাণ পানি মিশাতে হবে।গর্তের তলায় পলিথিন বিছাতে হবে।চার পাশে ঘাস সাজানোর সাথে সাথে খড়ের অস্তরণ দিতে হবে।এরপর ধাপে ধাপে ৩০০ কেজি কাঁচা ঘাস ১৫ কেজি শুকানো খড় দিতে হবে।প্রতিটি ঘাসের ধাপে ৮ থেকে ১০ কেজি চিটাগুড়- পানির মিশ্রণ সমভাবে ছিটাতে হবে।এভাবে ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পাড়াতে হবে যাতে বাতাস বেরিয়ে যায়।ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে।সর্বশেষ পলিথিনের উপর ৭.৫-১০ সেমি মাটি পুরু করে দিতে হবে। অষ্টোবর থেকে নভেম্বর মাসে সংরক্ষিত কাঁচা ঘাস গরুকে খেতে দিতে হবে।একদিক থেকে শুরু করে ক্রমান্বয়ে ঘাস বের করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ