শেয়ার করুন বন্ধুর সাথে

মাসিক কেন বন্ধ হলো আগে সেটা জানতে হবে৷  গর্ভবতী হওয়ার জন্য মাসিক  বন্ধ হলো নাকি অন্য কোন শারীরিক সমস্যার জন্য মাসিক বন্ধ হয়েছে  সেটা আগে নির্ণয় করতে হবে৷  এজন্য আগে প্রেগন্যানসি টেস্ট করে দেখুন ৷  যদি প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে তো মাসিক চালু করতে গেলে গর্ভপাত ছাড়া সম্ভব নয়৷ আর অন্য কোন কারনে মাসিক বন্ধ হলে সেটা চালু করার জন্য কিছু হরমোন জাতীয় ওষুধ খেলেই মাসিক চালু হবে ৷ সেজন্য আগে পরিক্ষা করা জরুরী৷ কেননা গর্ভবতী হলে এসব হরমোনাল পিল খাওয়া যাবে  না৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ