Share with your friends

BOD বলতে বোঝায় কোনো নমুনা পানিতে উপস্থিত জৈব যৌগ বা জৈব দূষকগুলো জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেন। অন্যদিকে COD বলতে বোঝায় কোনো নমুনা পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষকগুলো জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। সুতরাং একই পানির জন্য অবশ্যই BOD মান অপেক্ষা COD এর মান বেশি হবে।

Talk Doctor Online in Bissoy App