উন্নত প্রাণিদের  অগ্রমস্তিষ্কে অবস্থিত সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী ক্ষুদ্র গ্রন্থিটি হলো পিটুইটারী গ্রন্থি। মানবদেহে  এক জোড়া পিটুইটারী গ্রন্থি বিদ্যমান ৷  পিটুইটারী গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক। এরা অন্যান্য হরমোন নিঃস্রাবী গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ