শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা। রোগীকে সরানো বা নড়াচড়া করানো যাবে না। কারণ, মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে। একটি সুচ সংগ্রহ করতে হবে তারপর সুচটি জীবানুমুক্ত করতে হবে, সুচ দিয়ে রোগীর হাতের ১০টি আঙুলের ডগার নরম অংশে ছোট ক্ষত বা ছিদ্র করতে হবে।এমনভাবে করতে হবে যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত হয়।ভালোভাবে খেয়াল রাখুন যাতে আঙুল থেকে যেন রক্ত ঝরে।এরপর কয়েক মিনিট পর দেখবেন রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।  যদি স্ট্রোক আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রোগীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে রক্ত পৌঁছেছে। স্ট্রোক আক্রান্ত ব্যক্তির দুই কান থেকে দুই ফোঁটা রক্ত পড়ার জন্য কানের নরম অংশে সুচ ফুঁটাতে হবে। কয়েক মিনিট পর দেখবেন মুখ আর বিকৃত হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ