এমএমকিট নেওয়ার পর রক্ত বন্ধ হতে  প্রায় এক সপ্তাহ সময় লেগে যেতে পারে৷  সাধারনত এমএমকিট গ্রহণ করার পর প্রথম দুই তিন দিন বেশি বেশি রক্তপাত হয় এবং ক্রমেই রক্তপাত কমতে থাকে৷ এরপর সাত থেকে দশ দিন পর পুরোপুরি রক্ত বন্ধ হয়ে যায়৷ তবে কারো কারো ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লেগে যায়৷  এমএমকিট গ্রহণের পর সাত থেকে দশ দিন পর আলট্রাসনোগ্রাফি করে দেখতে পারবেন৷ তবে  কিট বা  স্ট্রিপ দিয়ে পরিক্ষা করতে চাইলে এমএম  কিট গ্রহণের ৩ - ৪ সপ্তাহ পর পরিক্ষা করতে হবে৷ এর আগে পরিক্ষা করলে সঠিক রেজাল্ট আসবে না৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ