শেয়ার করুন বন্ধুর সাথে

মোটামুটিভাবে, দুই ধরণের ব্রঙ্কাইটিস হয় যেমন-   তীব্র ব্রঙ্কাইটিস - এটা অনেক বেশী সাধারণ, যা ভাইরাল বা জীবাণুঘটিত সংক্রমণের কারণে হয়ে থাকে| অন্যান্যগুলির মধ্যে, এর কয়েকটি লক্ষণের মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে কাশি, জ্বর, গলায় ঘা এবং নিঃশ্বাসে সাঁ সাঁ শব্দ| এটা সাধারণত কয়েক সপ্তাহ স্থায়ী হয়, কিন্তু পরবর্তীতে সাধারণত এটা আর কোন সমস্যার কারণ হয় না|  দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস - এটা তীব্র ব্রঙ্কাইটিসের চেয়ে কিছু বেশী গুরুতর| এই ধরণের ব্রঙ্কাইটিস সাধারণত বারে বারে হয় বা দীর্ঘদিন ধরে চলতে থাকে| এটা ফুসফুসের অন্য কোন সমস্যার প্রতি ইঙ্গিত করে, যেমন সিওপিডি| প্রধান লক্ষণগুলি হল কাশি এবং শ্বাসগ্রহণের সমস্যা যা মাস বা বছরভর লেগেই থাকে| ধূমপান হল দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের সবচেয়ে সাধারণ কারণ| মনে রাখার মতন জরুরী বিষয় এই যে সঠিক রোগনির্ণয় এবং চিকিৎসা সহযোগে, ব্রঙ্কাইটিস নিরাময়যোগ্য|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ