শেয়ার করুন বন্ধুর সাথে

এটি শ্বাসতন্ত্রের রোগ। এ রোগে ক্রনিক ব্রংকাইটিস (দীর্ঘস্থায়ী শ্বাসনালির প্রদাহ) এবং এমফাইসিমা বা বায়ুস্ফীতিজনিত সমস্যার কারণে ফুসফুসের স্বাভাবিক বায়ুপ্রবাহে ব্যাঘাত ঘটে। ফলে শ্বাসপ্রশ্বাসে বিঘ্ন হয়। ইংরেজি পরিভাষায় একে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি বলে। আগে রোগটিকে ক্রনিক ব্রংকাইটিস বলা হতো। তবে হাঁপানি বা অ্যাজমা এবং সিওপিডি এক নয়। সিওপিডিতে তীব্র শ্বাসকষ্ট হয় এবং এই রোগ ক্রমে গুরুতর হতে থাকে। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে এবং দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন এনে তীব্রতা কিছুটা কমিয়ে আনা সম্ভব। সিওপিডির জটিলতাগুলো হলো ফুসফুসীয় উচ্চ রক্তচাপ, রাইট হার্ট ফেইলিউর, ফুসফুসের ক্যানসার, পলিসাইথেমিয়া, নিউমোথোরাক্স ইত্যাদি।মূলত যাঁরা ধূমপায়ী ও ৪০ বছরের বেশি বয়স, তাঁদের এ রোগের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। দীর্ঘদিন বিভিন্ন কলকারখানা, যেমন সিমেন্ট কারখানা, জুটমিলে যাঁরা কাজ করেন। যাঁরা মাটির চুলায় রান্না করেন, তাঁদেরও ঝুঁকি রয়েছে। জিনগত কারণে। বায়ুদূষণ। অ্যালার্জিজনিত সমস্যা থাকলে। গর্ভকালে মা যদি ধূমপান করেন, তাহলে শিশুর ফুসফুসজনিত রোগের সৃষ্টি করতে পারে। জন্মের সময় স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ