শেয়ার করুন বন্ধুর সাথে

বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় তার সম্ভাব্য কারণসমূহ হলো-  ১) মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কাজ করে ৷ তাই মনে করে কাজ করতেছি বেশি তাই খেতে ও হবে বেশি ৷ নইলে শরীর দূর্বল হয়ে যাবে ৷ তাই তারা বেশি খেয়ে কিছুদিন পর মোটা হয়ে যায় ৷  ২) বিয়ের পরপরই অনেকেই বাচ্চা নিতে চায়না ৷ তাই পিল খাওয়া শুরু করে ৷ আর পিলের সাইডইফেক্ট হিসেবে শরীর মোটা হয়ে যায়৷  ৩) বিয়ের আগে অনেকে ডায়েট কন্ট্রোলের মাধ্যমে শরীর ফিট রাখে, সৌন্দর্য ধরে রাখে ৷ কিন্তু বিয়ের পর মনে করে,  এখন তো বিয়ে হয়ে গেছে তাই আর সৌন্দর্য ধরে রাখার প্রয়োজন নেই ৷ ফলে ডায়েট কন্ট্রোল ছেড়ে দেয় এবং পরিমিত খাদ্য খেয়ে মোটা হয়ে যায় ৷  ৪) বিয়ের পর স্বামীর আদর সোহাগ পেয়ে মানসিক যে তৃপ্তি আসে তার কারনেও অনেকে মোটা হয়ে যায় ৷  ৫) বিয়ের পর স্বামীর সাথে রাত জেগে গল্প করে, আদর সোহাগ ভাগাভাগি করে ৷ ফলে ঘুম ঠিকমত হয়না ৷ এতে করে মেটাবলিজম ঠিকমত হয়না ৷ ফলে শরীরে ফ্যাট জমে মোটা হয়ে যায় ৷  ৬) বিয়ের পর যখন বাচ্চার মা হয় তখন বাচ্চা দুধ কম পাবে এই ভেবে একটু বেশি পরিমাণে খাদ্য খেয়ে থাকে ৷ যার ফলে দ্রুত মোটা হয়ে যায় ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ