শেয়ার করুন বন্ধুর সাথে

যদি ব্লিডিং বেশি হয়ে  বন্ধ হয়ে যায় তাহলে হয়তো বেবি ক্লিয়ার হয়েছে তবে সেটা আলট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে বুঝা যাবে৷ এমনি অনুমান করে কোনকিছু বলা সম্বব নয়৷ আর পেট ব্যথা যদি না কমে থাকে তাহলে  কিছু অংশ ভিতরে থেকেই গেছে৷  একটা কথা মনে রাখবেন, সবার যেমন নরমাল ডেলিভারি হয়না তেমনি সবার ক্ষেত্রে কিট দিয়ে বেবি বের হয় না৷ এটা নরমাল ডেলিভারির মতই ৷  এক্ষেত্রে অনেক ডাক্তার পুনরায় কিট সেবন করতে দেন ৷ আবার কারো কারো ক্ষেত্রে ডিএন্ডসি প্রয়োজন  হয়৷ বিষয়টা নির্ভর করে পরিস্থিতির উপর৷ আপনার পেটের অবস্থা কি সেটা না দেখে বলা সম্ভভ নয়৷ এজন্য গাইনি সার্জনের সাথে পরামর্শ নিন৷ তিনি আলট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে ব্যবস্থা নিবেন৷  ধন্যবাদ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ