আসলে এমএমকিট সেবন করলে পেইন হবে এবং ব্লিডিং হবে এটাই স্বাভাবিক৷ আর এজন্য স্থানীয় ডাক্তারের তত্ত্বাবধানে থেকে এটা সেবন করতে হয়৷ কেননা অতিরিক্ত ব্লিডিং এর কারনে কিডনি, হার্ট ফেইল করতে  পারে৷ রোগী শকে চলে যেতে পারে৷  যাই হোক, ব্লিডিং বন্ধ হয়েছে তাতে রোগী ভালো পর্যায়ে আছে৷ ব্লিডিং বন্ধের জন্য কোন ঔষধ আর লাগবে না৷ ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ঔষধ Algin খেতে পারে দিনে দুই থেকে তিনবার৷ এটা দিয়ে না কমলে Flamex খেতে পারে দিনে দুই থেকে তিনবার সাথে গ্যাসের  যেকোন ঔষধ সকালে ও রাতে খাবার আগে খেতে হবে৷  বেশি সমস্যা মনে হলে গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান৷ 

Talk Doctor Online in Bissoy App