আসকে অনেক সময় কারো কারো ক্ষেত্রে এমএমকিট খাওয়ার পরও গর্ভপাত সফল হয় না৷ সেক্ষেত্রে ব্লিডিং দীর্ঘস্থায়ী হয়, পেট ব্যথা হয় ৷ এমন ক্ষেত্রে আলট্রাসনোগ্রাফি করে দেখতে হবে গর্ভের কিছু অংশ ভিতরে রয়েছে কিনা ? যদি সত্যি থেকে থাকে তাহলে কোন অভিজ্ঞ গাইনি সার্জনের মাধ্যমে ক্লিনিকে ভর্তি হয়ে ডিএন্ডসি করাতে হবে৷ এছাড়া অন্য কোন উপায় নেই ৷  তবে অনেক সময় কেউ কেউ দ্বিতীয়বার এমএমকিট সেবন করার পরামর্শ দিয়ে থাকেন ৷ এক্ষেত্রে সফলতা কতটুকু আসবে সেটা বলা মুসকিল ৷ তাই যা করবেন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়েই করুন৷

Talk Doctor Online in Bissoy App