এমএমকিট বার বার খাওয়া ঠিক নয়৷ আপনি ৩য় বারের জন্য খেতে পারবেন, তবে এভাবে বারবার এমএমকিট ব্যবহার করাটা ভবিষ্যতের জন্য নিরাপদ নয়৷ কেননা বারবার এমএমকিট খেতে খেতে এমনটা একটা সময় আসতে পারে যখন আর বাচা চাইলেও বাচ্চা কনসেপ্ট করবে না৷ কিংবা এমন হতে পারে বাচ্চা কনসেপ্ট করেছে কিন্তু দুই তিন মাস পর এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে৷ কাজেই, বুঝতেই পারছেন এমএমকিট এর সাইড ইফেক্ট কতটা ভয়াবহ হতে পারে৷  তাই এমএমকিট ব্যবহার করা থেকে বিরত থাকুন৷ যদি সম্ভব হয় বাচ্চাটা নষ্ট না করে নিয়েই নিন৷  আর জন্মনিয়ন্ত্রণ করার জন্য অনেক পদ্ধতি রয়েছে সেগুলো থেকে পছন্দ মতন পদ্ধতি বেছে নিবেন ভবিষ্যতে৷ এমন কাজ আর করবেন না৷ ভালো থাকবেন৷

Talk Doctor Online in Bissoy App