প্রথমতঃ আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে গর্ভপাত সফল হয়েছে ৷ তবে পুরো কনফার্ম হতে একটা আল্ট্রাসনোগ্রাফি করে দেখুন ৷ উল্লেখ্য যে যদি ভ্রূণের কোন অংশ জরায়ুতে থেকে যায় তবে তা পচে ইনফেকশন হতে পারে ৷ তাই আল্ট্রাসনোগ্রাফি করে দেখাটা ভালো হবে ৷ দ্বিতীয়তঃ আপনার স্ত্রী অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারনে অনেক দূর্বল হয়ে গেছে ৷ শরীরে আয়রনের অভাব হয়েছে ৷ তাই মাথার চুল পড়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে ৷ তাই মাল্টিভিটামিন ঔষধ সেবন করাটা জরুরী ৷  তৃতীয়তঃ এমএম কিট খেলে গর্ভপাত সফল হয় ৷ তবে খুব কম ক্ষেত্রে সফল নাও হতে পারে ৷ প্রেগনেন্সির ৯ সপ্তাহ বা কোন কোন ক্ষেত্রে ৭০ দিন পর্যন্ত সময়ে এমএম কিট সফলভাবে গর্ভপাত ঘটাতে পারে ৷ রক্তপাত বন্ধ করতে ট্যাবলেট Xamic দিনে তিনবার সেবন করতে পারে ৷  চতুর্থতঃ গর্ভপাত হওয়ার পরও বেশ কিছুদিন মূত্রে হরমোনের নিঃসরণ বা উপস্থিতি পাওয়া যায় ৷ তবে সেটা একএক জনের এক এক রকম হতে পারে ৷ তাই স্ট্রিপ দিয়ে চেক করে লাভ নেই ৷ সবচেয়ে ভালো ও নিরাপদ উপায় হচ্ছে USG করে দেখা ৷ খরচ মাত্র ৬০০-৯০০ টাকা হতে পারে ৷  আশা করি বুঝতে পেরেছেন ৷ ধন্যবাদ ৷

Talk Doctor Online in Bissoy App