শেয়ার করুন বন্ধুর সাথে

নারীদের তলপেটে দুই দিকে দুটি ডিম্বাশয়ে থাকে৷ এখানে প্রতি মাসে একটি করে পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় যা দুই মাসিকের মাঝামাঝি সময়ে ডিম্বাশয় থেকে বের হয়ে ফেলোপিয়ান টিউবে আসে ৷ এরপর জরায়ুতে এসে পৌছায়৷ জরায়ুর মধ্যে পুরুষের শুক্রাণুর জন্য কয়েকদিন অবস্থান করার পর তা নষ্ট হয়ে যায় এবং পরবর্তী মাসিকের সময় রক্ত, মিউকাসের সাথে দেহ থেকে যোনি পথ দিয়ে বের হয়ে যায়৷ এটাই মূলত মাসিক৷ কাজেই নারীদের দেহে ডিম্ব তৈরির জন্যই মাসিক হয়৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ