ইমকন পিল হলো ইমারজেনসি কনট্রাসেপটিভ পিল ৷ আর এ জাতীয় ঔষধ সেবন করলে অনেকের মাসিকের ডেট পিছিয়ে যায় ৷ তাই সেটাই হতে পারে ৷ আবার অনেক সময় পিল সময়মত না খাওয়ার কারনে কাজ ঠিক মত করেনা ৷ ফলে রোগী প্রেগন্যান্ট হয়ে থাকে ৷ তাই আগে প্রেগন্যানসি টেস্ট করে দেখুন ৷ যদি রেজাল্ট নেগেটিভ পান তাহলে চিন্তার কিছু নেই ৷ কয়েকদিন অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে ৷  আর প্রেগন্যান্ট হলে তো কিছু করার নেই ৷ প্রেগন্যান্ট হলে মাসিক তো বন্ধ হবেই ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ