শেয়ার করুন বন্ধুর সাথে

শরীর অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে শরীরের তাপমাত্রা কমতে থাকে ।আর তাপমাত্রা কমার এই বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়ার জন্য মস্তিস্ক দেহের সমস্ত রক্ত বাহী নালিকা গুলুকে সংকুচিত করে এবং রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ।শরীরের চামড়ার টানটান প্রসার মূলত রক্তনালী গুলুর প্রসারতা এবং রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে । তাই পানিতে অনেকক্ষণ থাকলে নালিকাগুলু শিথিল হয়ে পরে  আর চামড়া কুচকে দেয়  ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ