শেয়ার করুন বন্ধুর সাথে

মনে করুন আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করলেন। এবার আপনাকে অপশন দেয়া হলো আপনি ওয়েব কন্টেন্ট গুলো ইংরেজিতে দেখতে চান নাকি বাংলায়? আপনি নির্বাচন করে দিলেন বাংলায়। এখন সেই ওয়েবসাইট ক্রিয়েটর চাইলে কুকি নামক ফাইলের মধ্যে আপনার যাচাইকৃত তথ্যটি রেখে দিতে পারে যেনো পরবর্তিতে আপনি একই ওয়েবসাইটে পুনরায় প্রবেশ করলে আপনাকে আবার ভাষা নির্বাচন করতে না হয় এবং পূর্বে নির্বাচনকৃত ভাষাতেই আপনাকে কন্টেন্ট গুলো দেখাতে পারে। কুকিজ ফাইল গুলো আপনার ডিভাইসের মধ্যেই সঞ্চয় করা হয়। এটি একটি উদাহরণ মাত্র। তবে এমন অনেক কাজে কুকির ব্যবহার রয়েছে। এতক্ষণে বুঝে গেছেন এই কুকিজ গুলো আসলে খাওয়ার কুকিজ না আবার মাথায় দেয়ার কুকিজ ও না। কুকিজে অনেক ধরনের তথ্য জমা করা হয় আপনার সুবিধার জন্য। কুকিজে কি কি রাখা হবে এটা ওয়েবসাইটের ডেভলপাররা নির্ধারন করেন। একটি ওয়েব সাইটের কুকিজ অন্য ওয়েবসাইটে ব্যবহার করা হয়না কিন্তু বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। একটি কুকি ফাইল আপনার যেকোনো ধরনের তথ্য /উপাত্ত জমা রাখতে পারে এবং এটা সেই ওয়েবসাইটের ডেভলপারের উপর নির্ভর করে। ডেভলপার চাইলে কুকিগুলো ভালো কাজেও ব্যবহার করতে পারেন বা খারাপ কাজে। দিন দিন ওয়েবসাইট গুলো উন্নত হওয়ার সাথে সাথে সেগুলো অপটিমাইজ করার জন্য কুকির আকার বড় হতে থাকলো। যেহেতু কুকিজ আপনার ডিভাইসেই থাকে সেহেতু এগুলো ডিভাইস মেমরির অনেক জায়গা দখল করা শুরু করলো। এই সমস্যা সমাধানের জন্য ডেভলপাররা কুকিজ গুলো তাদের সার্ভারে রাখা শুরু করলো, কিন্তু কিভাবে নির্ধারণ করবে যে এগুলো আপনার কুকিজ ? হুম সেজন্য তারা আপনার কুকিজের সাথে একটি ইউনিক আইডি যুক্ত করে দিলো যাতে করে ফাইলগুলো তাদের সার্ভারে থাকলেও সেগুলো যে আপনার ফাইল তা বোঝা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ