ইমারজেনসি পিল খেয়েছেন এতেই ঠিক ছিল ৷ পরে এমএমকিট খাওয়া উচিত হয়নি ৷ যাইহোক এমএমকিট সেবন করে গর্ভপাত ঘটানো হলে জরায়ুতে ইনফেকশন হতে পারে ৷ সেকারনে তলপেটে ব্যথা হতে পারে, রক্তপাত বেশি হয় বা বেশিদিন স্থায়ী হতে পারে ৷  যাইহোক ইনফেকশন রোধ করার জন্য মেট্রোনিডাজল জাতীয় ঔষধ সেবন করবেন দৈনিক তিনবার - সাতদিন ৷ এছাড়া সেফিক্সিম এন্টিবায়োটিক খেতে হবে দিনে দুইবার- সাতদিন ৷  পেট ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল বা ডাইক্লোফেনাক জাতীয় ঔষধ খেতে পারেন সাথে গ্যাসের ঔষধ সহ৷ আর রক্ত বন্ধ করার জন্য Xamic ক্যাপসুল দৈনিক তিনবার খেতে হবে দুই-তিন দিন৷ এতে রক্ত বন্ধ না হলে Metherspan ট্যাবলেট দৈনিক দুইবার খেতে পারেন ৷ রক্ত বন্ধ হয়ে গেলে এবং ব্যথা সেরে গেলে আর এসব মেডিসিন সেবন করা যাবে না৷ তবে এন্টিবায়োটিক সাতদিন খেতে হবে ৷ আশা করি বুঝতে পেরেছেন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ