শেয়ার করুন বন্ধুর সাথে

এমএমকিট সেবন করলে জরায়ুতে এক ধরনের সংকোচন প্রসারণ শুরু হয় যার ফলে জরায়ুতে থাকা ফিটাস ক্রমেই যোনিপথ দিয়ে বের হয়ে আসে ৷ কিন্তু ফিটাস যদি জরায়ুর বাইরে থাকে তাহলে তো কোনকিছু বের হবে না মানে রক্তপাত শুরু হবে না ৷ কারন এই মেডিসিন কেবল জরায়ুর উপর কাজ করে ৷ ফিটাস যদি ফেলোপিয়ান টিউবে অবস্থান করে তাহলে গর্ভপাত হবে না মানে রক্তপাত হবে না ৷  কিংবা প্রেগন্যান্ট না হয়েই যদি মাসিক বন্ধ থাকে আর সেই মাসিক স্রাব চালু করতে যদি এমএমকিট সেবন করা হয় তাহলেও মাসিক স্রাব (রক্তপাত) শুরু হবে না ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ