শেয়ার করুন বন্ধুর সাথে

ব্যাকটেরিয়া জনিত আন্ত্রিক ইনফেকশনের কারনে রক্ত আমাশয় হয়ে ৷ একে মেডিকেলের ভাষায় ব্যাসিলাস ডিসেন্টিরি বলে ৷ এছাড়া সাধারণ আমাশয়কে এমিবিক ডিসেন্টিরি বলে ৷ এই রোগের সঠিক চিকিৎসা না নিলে রোগ মারাত্মক জটিলতায় রুপ পারে ৷ ইনফেকশন সমস্ত অন্ত্রে এমনকি রক্তে ছড়াতে পারে ৷ এছাড়া দীর্ঘদিন রক্ত শরীর থেকে বের হওয়ার কারনে রক্ত শূন্যতা সৃষ্টি হতে পারে ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ