হ্যাঁ, মাথা ছাড়া খুশকি শরীরের যেকোন জায়গায় হতে পারে। সাধারণত চুলে খুশকি তৈরি করে ‘স্ট্যাফাইলোকক্কাস’ নামক ব্যাক্টেরিয়া আর ‘ম্যালাসেজিয়া ফারফার’ নামক ফাংগাস। তবে ‘ম্যালাসেজিয়া ফারফার’ হচ্ছে মূলত ‘সেভোরিক  ডার্মাটাইটিস’ নামক একটি চর্মরোগের কারণ, যা মাথার তালুসহ শরীরের যেকোনো স্থানের চামড়ায় হতে পারে ৷ সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, দারিদ্র এবং জীনগত বৈচিত্র্য এধরণের রোগের নিয়ামক। এ রোগের চিকিৎসা হিসেবে বাজারে কিছু এন্টিফাংগাল শ্যাম্পু পাওয়া যায়, যা পুরো শরীরে মেখে গোসল করতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ