শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত বাচ্চা কনসেপ্ট করে প্রতি দুই মাসিকের মাঝামাঝি সময়ে ৷ মাসিকের ১ম দিন থেকে হিসেব শুরু করে ১৪ তম দিনে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয় ৷ তাই এসময়ে সহবাস করলে বেবি কনসেপ্ট করে ৷ আর এটা পুরোপুরি নিশ্চিত হতে পরবর্তী মাসের মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হয় ৷ যদি পরবর্তী মাসে মাসিক না হয় তাহলে ডেট মিস হবার পর ১৫ দিন অপেক্ষা করতে হয় ৷ এরপর প্রেগন্যানসি টেস্ট করে ফলাফল পজিটিভ পাওয়া যায় ৷ কাজেই সেক্স করার পর মোটামুটি এক মাস পর জানা যাবে সে গর্ভবতী কিনা ? আর গর্ভবতী হবার সাধারণ লক্ষণ যেমন মাথা ঘুরা, বমি বমি ভাব, দূর্বল লাগা ইত্যাদি  প্রকাশ পেতে আরো ১৫ দিনের মত অপেক্ষা করতে হয় ৷ তবে কারো কারো ক্ষেত্রে  এই হিসেবের কমবেশি হতে পারে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ