শেয়ার করুন বন্ধুর সাথে

ইসলামী শরিয়ত মোতাবেক যে  কয়টি সময়ে যৌন সহবাস বৈধ নয় -  * মাসিককলাকালীন সময়ে যোনিপথে যৌন সহবাস সম্পুর্ণ নিষিদ্ধ। * নিফাস পরবর্তী রক্তপাতময় সময়ে (সর্বোচ্চ ১০ দিন) * রমযান (রামাদান) মাসে দিনের বেলায় (রাতের বেলায় সহবাস বৈধ, কুরান-হাদিস দ্বারা সিদ্ধ) * মক্কায় তীর্থযাত্রার সময় ইহরাম বাধাকালীন সময়ে ( অন্যান্য সময়ে যৌন সংসর্গ অনুমোদিত) যৌন সংগম বা সহবাস যখন মাকরুহ : ১) ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনার সময়, যেমন, চন্দ্রগ্রহণ বা সূর্য্যগ্রহণ, , ঘুর্নিঝড় বা হারিকেন, ভূমিকম্প, সুনামি । ২) সূর্যাস্ত থেকে মাগরিব পর্যন্ত । ৩) সূর্যোদয় পর্যন্ত ভোর থেকে । ৪) চান্দ্র মাসের শেষ তিন রাত। ৫) প্রতি চান্দ্র মাসের ১৫তম রজনী । ৬) দশম জিলহজ্জ এর রজনীতে । ৭) জুনুব এর পর পর ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ