না , গোসল করার দ্বারা পবিত্রতা লাভ করা হয় এবং গোসলের পর নামাজের জন্য পুনরায় ওযু করতে হয় না।তবে এখানে একটা কথা আছে ,আপনার শরীর নাপাক থাকলে , আপনি যদি গোসলের ফরয গুলো যথাযতভাবে আদায় না করেন তাহলে এই গোসলের দ্বারা আপনি শুধু পরিষ্কার হতে পারলেন কিন্তু পাক হতে পারলেন না ।আপনি যথাযত ভাবে গোসল না করে এই নিয়ম মানলে আপনার নামাজ আদায় হবে না যেহেতু আপনি নাপাক।আপনি ফরজ গোসল আদায় করার দ্বারা ওযু না করে নামাজ আদায় করার হুকুম আছে।এই সম্পকৃত হাদিসটা নিম্নরুপ :- হযরত আয়েশা রাঃ আঃ থেকে বর্নীত তিনি বলেন আমি হযরত মুহাম্মদ সাঃআঃ কে গোসলের পর ক পুনরায় নামাজের জন্য ওযু করতে দেখিনি । গোসলের ফরয গুলো নিম্নরুপ ১ গড়গড়িয়ে কুলি করা ২ নাকের নরম যাওগায় পানি পৌছানো ৩ সমস্ত শরীর উত্তমরূপে দৌত করা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ