এই বিষয়টি কোনো গ্রহণযোগ্য হাদিসে নেই। এমনকি নবিজি সঃ নিজেও তাগিদ দেন নি ও সাহাবাদের থেকেও পাওয়া যায় নি। কিছু সংখ্যক লোকেরা ও কিছু মসজিদে এটার প্রচলন রয়েছে। তবে সহীহ হাদিস থেকে পাওয়া যায় যেটা সেটা হলো যে, নবীজি সঃ সাহাবাদের তাগিদ করতেন আমি মসজিদে প্রবেশ করলেই তোমরা দাঁড়িয়ে যাবে এবং কাতার সোজা রেখে পূর্ণ করবে।  তাই এই মর্মে বলা যায় যে, এটার বিশুদ্ধ কোনো ভিত্তি নেই তাই না করাটাই শ্রয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ