শেয়ার করুন বন্ধুর সাথে

বর্তমানে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ, সব কোম্পানীর ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে। সেই সাথে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ইত্যাদি সিমের কোম্পানীগুলোর পূর্বের তুলনায় বেশি ট্যাক্স পরিশোধ করতে হয়। তাই সিমের কলরেট তাঁরা বাড়িয়ে দিয়েছে। কিন্তু তুলমূলকভাবে কোনো সিমেরই কলরেট কম না। এখধ, আপনি গ্রামীণফোন বলেন অথবা রবি বলেন অথবা বাংলালিংক বলেন। এই সকল সিমের কলরেট যথেষ্ট বেশি। তাই কথা বলা তৃপ্তি পেতে হলে বেশি টাকা মোবাইলে রাখতে হয়। আপনি এই সমস্যায় এক কাজ করতে পারেন। তা হলোঃ মিনিট কিনে কথা বলতে পারেন। সকল সিমেরই কাস্টমার কেয়ারের নাম্বার থাকে। এই নাম্বার ডায়াল করে আপনি টক টাইম অর্থাৎ কম টাকা দিয়ে ফোনে কথার বলার জন্য মিনিট কিনুন। আর ফোনে মেসেজ ডিভাইসে আগত অফার থেকে কোনো ভালো টক টাইম অফার থাকলে কিনে নিন। তাছাড়া অন্যকোনো সমাধান দেখছি না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ