শেয়ার করুন বন্ধুর সাথে

নামাজের পরে রয়েছে মাছনুন জিকির ও দোয়া। নামাজের সালাম ফিরোনোর সঙ্গে সঙ্গে একবার (اَللهُ اَكْبَر) আল্লাহু আকবার (বুখারি ও মুসলিম, মিশকাত) এবং তিনবার (اَسْتَغْفِرُ الله) আসতাগফিরুল্লাহ (মুসলিম, মিশকাত) পাঠ করা। আল্লাহুম্মা আংতাস সালাম.... পাঠ করা।দোয়াগুলো-উচ্চারণ : আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল ঝালালি ওয়াল ইকরাম। (মুসলিম, মিশকাত)অর্থ : হে আল্লাহ! তুমি শান্তির প্রতীক। তুমিই শান্তিময় এবং শান্তির ধারা তোমার নিকট থেকেই প্রবাহিত। তুমি বরকতময় হে প্রতাপ ও সম্মানের অধিকারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ