শেয়ার করুন বন্ধুর সাথে

ইউরো জোনের মধ্যে অন্যতম সমৃদ্ধশালী দেশ জার্মানি। বিশ্ব মন্দার মধ্যেও দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী ছিল। ফলে বৃদ্ধদের স্বাস্থ্য ও পরিচর্যার দিকে নজর দিয়েছে। তাদের যত্ন নিতে আগামি চার বছরের জন্য অভিজ্ঞ দুইলাখ সেবিকার নেয়া হবে। অবশ্য সেবিকার পাঠানোর জন্য জোর তৎপরতা চালাচ্ছে ফিলিপাইন। গত সোমবার এমনটিই জানিয়েছেন ফিলিপাইনের শ্রম সচিব রোসালিন্দা বালদোজ। গত সপ্তাহে ইউরোপের একটি সরকারী সফরে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেশটির সঙ্গে ‘ট্রিপল উইন’ নামে একটি চুক্তির তৃতীয় বছর উপলক্ষে এক আলোচনায় যোগ দেন তিনি সেই সঙ্গে জার্মানির নার্সিং ঘাটতি বিষয়ে আলোচনা হয় সেখানে। ‘ট্রিপল উইন’ চুক্তিটি ২০১৩ সালের মার্চ মাসে স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে বলা হয়েছিল জার্মানি কিছু ফিলিপিনো সেবিকা নিযুক্ত করবে তবে দেশটিতে প্রবেশের পূর্বে তাদের হতে হবে ভাষাগত দিক থেকে পারদর্শী এবং পর্যাপ্ত অভিজ্ঞ। আর সেই চুক্তির জের ধরেই জার্মানি ফিলিপাইন থেকে সেবিকা নেয়ার মতবাদ প্রকাশ করেছেন বলে জানান রোসালিন্দো। ধন্যবাদ।