Sumya Akter

Call

যে সকল ক্ষেত্রে ডিগ্রি এবং অনার্স উভয়ই আবেদন করতে পারে, সেসকল ক্ষেত্রে অগ্রাধিকার উভয়েরই সমান । এখানে তোমার যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করে চাকুরী হবে । তোমার সার্টিফিকেট দেখেই চাকরি দিয়ে দিবেনা । যদি অনার্সের কোন ক্যান্ডিডেট এর চাইতে তোমার মেধা এবং দক্ষতা ভালো থাকে , তুমি যদি অনার্সের কোন শিক্ষার্থীর চাইতে রিটেন কিংবা ভাইভাতে ভালো করো, তবেকি অনার্সে পড়েছে বলেই তাকে চাকরি দিয়ে দিবে বলে তোমার মনে হয়? মোটেই না ।

কিন্তু কিছু ক্ষেত্রে যেমন ব্যাংক এবং অন্যান্য কিছু কিছু প্রতিষ্ঠানে সরাসরি অনার্স করে আবেদন করা যায় যেখানে ডিগ্রি করে মাস্টার্স না করলে পারা যায়না । এটাই প্রদান পার্থক্য ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ