শেয়ার করুন বন্ধুর সাথে

বৃষ্টির সময় নদীর পানি গরম থাকে না প্রকৃত পক্ষে কিন্তু আমাদের এরকমটা মনে হয়। এর কারন হলো---  বৃষ্টির পানি সাধারত নদীর পানির তুলনায় উষ্ণতা কম থাকে তাইতাই বলাই স্বাভাবিকতা যে- নদীর পানির  তুলনায় বৃষ্টির পানি ঠান্ডা হয়। বৃষ্টির পানিকে অনুভব  করলে তখন ঠান্ডা পানি মনে হবে আর ঠান্ডা পানি অনুভব হওয়ার জন্য তথন নদীর পানি গরম মনে হয়। কিন্তু এটার  মানে এই না যে বৃষ্টি হলে নদীর পানি গরম হয়ে যায়। আশা  করি বুঝেছেন। একটা ছোট্ট উদাহরণ দিই-  আপনি একটা   আইস্কিম খেয়ে তার পরে পানি পান করুন দেখবেন মনে হবে পানিটা গরম কিন্তু বিষটা তা নয় আপনি অত্যাধিক ঠান্ডা অনুভোবিত তরল সেবন করায় তার তুলনায় কম উষ্ণতা তরল অনুভব করলে এরকমটাই মনে হবে। এটা আসলে  আমাদের অনুভূতির জন্য হয়। নদীর পানি বা আইস্কীম খাওয়ার পানি তাদের নিজস্ব উষ্ণতায় স্থির থাকে,  গরম হয় না কিন্তু আমাদের অনুভুতির জন্য তা মনে হয় 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ