শেয়ার করুন বন্ধুর সাথে

এমন অনেক যৌগিক শব্দ আছে, যাদের আদি অর্থ বা ব‍্যুৎপত্তি‌গত অর্থ কালক্রমে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই যৌগিক শব্দগুলিকে বলা হয় পরিবর্তিত যৌগিক শব্দ বা রূঢ় শব্দ। এদের রূঢ়ি শব্দ‌ও বলে। যেমন: গবেষণা শব্দের আদি অর্থ, গোরু খোঁজা। কিন্তু এর বর্তমান অর্থ, কোনো বিষয়ে গভীর জ্ঞানের চর্চা। পরিবর্তিত যৌগিক শব্দের সংখ‍্যা বাংলায় নিতান্ত কম নয়। এরকম আর‌ও কয়েকটি উদাহরণ: গবাক্ষ(আদি-গোরুর চোখ), সন্দেশ(আদি-সংবাদ), প্রবীণ(আদি-বীণা বাদনে দক্ষ) ইত‍্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ