শেয়ার করুন বন্ধুর সাথে

যৌগিক গড় বলতে বুঝায় কোনো প্রাপ্তাঙ্ক বণ্টনের প্রাপ্তাঙ্কগুলির সমষ্টিকে প্রাপ্তাঙ্ক সংখ্যা দ্বারা ভাগ ক্রিয়ার ভাগফল বোঝায়। কোনো অগোষ্ঠিবদ্ধ প্রাপ্তাঙ্ক সমূহের গড় নির্ণয়ের সূত্র হল হলঃ EX/N এখানে X = প্রাপ্তাঙ্ক, N= প্রাপ্তাঙ্ক সংখ্যা এবং E= সমষ্টি। যেমনঃ কোনো ক্রিকেট দলে ৬ জন খেলোয়াড়ের রান যথাক্রমে হয়ঃ ২০, ৪০, ৩৫, ১৫, ১০, ০। এক্ষেত্রে ঐ ক্রিকেটারদের গড় রান =                                 EX     ২০ + ৪০ + ৩৫ + ১৫ + ১০ + ০     ১২০                 ----- = ------------------------------------  = -------- = ২০                   N                    ৬                    ৬                   এটা একটা যৌগিক গড়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ